Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

গুণীজন সম্মাননা পেলেন কবি তানভীর সিকদার

Spread the love

বাংলা কবিতায় বর্তমান সময়ে তরুণ কবিদের মধ্যে যাঁদের কবিতা পাঠকদের টানতে সামর্থ্য হয়েছে তাঁদেরই একজন ‘তানভীর সিকদার’। একই সাথে তিনি একজন আবৃত্তিশিল্পী। যুক্ত আছেন সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথেও। লেখালেখির সুবাদে একাধিকবার আঞ্চলিক এবং জাতীয় পুরস্কার পেলেও এবারই প্রথম নিজ গ্রামে গুণী মানুষ হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন এই প্রতিভাবান তরুণ তুর্কী।

গত রবিবার (২জুলাই) গারাংগিয়া মাদরাসা মার্কেট প্রাঙ্গণে বিকেল তিনটায় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন গারাংগিয়া বৃহত্তর ঐক্য পরিষদের একযুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহিত্য- সংস্কৃতিতে তরুণদের বিশেষ অনুপ্রাণিত করায় কবি তানভীর সিকদারকে গুণীজন সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়া-১৭ আসনের মাননীয় এমপি প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এই প্রাপ্তিতে তানভীর বলেন, নিঃসন্দেহে এটা আমার অন্যসব পুরস্কারগুলো থেকে আলাদা। কেননা এই সংবর্ধনা আমার নাড়ির মানুষগুলোর কাছ থেকে পাওয়া। নাড়ির মানুষগুলোর এই সম্মান আমাকে পৃথিবী জয়ের মতোই আনন্দ দিয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং দোয়াপ্রার্থী।

দুইদিন ব্যাপী জমকালো এই আয়োজনে সামাজ সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতকানিয়ার আরো একাধিক গুণী মানুষকে সম্মাননা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ কবি মোশাররফ হোসেন খানের ৬৬তম জন্মদিন
সিলেট মোবাইল পাঠাগারের ৮২৭ তম সাহিত্য আসর
কোমর পানির নিচে চট্টগ্রাম
ছড়াকার আবু সালেহর ৭৬তম জন্মদিন আজ
পাপড়ি-করামত আলী তরুণ সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জন্য বই আহ্বান
কেমুসাসের ১১৫৯তম সাহিত্য আসর

আরও খবর

Design & Developed by  paprhihost