Header Border

ঢাকা, শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

ছোট ভাই রাকিবুলের হত্যার বিচার চাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার অভিযোগ

Spread the love

কুমিল্লায় পাশবিক নির্যাতনে মৃত্যুবরণকারী কওমী মাদ্রাসার ছাত্র রাকিবুল ইসলামের (৬) বড় ভাই রাশেদুল ইসলাম। তিনি তার ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়ে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি তার ছোট ভাইয়ের বিচার চাইতে গিয়ে পুলিশ প্রশাসনসহ মাদ্রাসা কর্তৃপক্ষের নানাবিধ হয়রানির শিকার হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান। একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণার অভিযোগে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সুনাম ক্ষুন্ন হয়েছে মর্মে একটি আইসিটি মামলা দায়ের করেন।

সরেজমিনে একইসাথে অভিযোগকারী ও অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তিনি তার আদরের ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করতে যান। কিন্তু পুলিশ তাদের মামলা গ্রহন করেননি। পরবর্তীতে তিনি তার বাবাকে সাথে নিয়ে মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষককে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা করেন। তার ভাষ্যমতে, আদালত পুলিশকে এই হত্যা মামলার উপর একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

পরবর্তীতে পুলিশ মাদরাসা শিক্ষককে সম্পূর্ণ দায়মুক্ত রেখে আদালতে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। যেখানে শিশু রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডে মাদরাসা শিক্ষকদের জড়িত থাকাতো দূরের কথা, এ ব্যাপারে তাদের দুরতম কোন সম্পর্ক ছিলনা বলেও মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন অনাকাঙ্ক্ষিত তদন্ত প্রতিবেদন দেখে ভুক্তভোগী পরিবার তা কিছুতেই মেনে নিতে পারেনি। বরং তারা এমন প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট ও আসামী পক্ষকে বাঁচানোর উদ্দেশ্যে হীন পরিকল্পিত নোংরা কাজ বলে আখ্যায়িত করেন। তারা এমন সাজানো প্রতিবেদনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর উপজেলা পুলিশ ইনচার্জ জনাব শিহাব উদ্দিনের সাথে টেলিফোনে কথা বলতে চাইলে উনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। অপরদিকে ভুক্তভোগী আসামীর পরিবারের বক্তব্য যেখানে পুলিশ তাদের পরিবারকে সহযোগিতা করার কথা সেখানে উল্টো পুলিশের পক্ষ থেকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সংক্ষুব্ধ রাশেদুল ইসলাম পরবর্তীতে আমাদের জেলা সংবাদকর্মীকে আরো জানান, আদরের প্রিয় ছোট ভাইয়ের হত্যার বিচার ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশংকায় এবং বিচার পাওয়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকদের চক্রান্ত এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতায় নিরুপায় হয়ে তিনি তার ছোট ভাইয়ের হত্যাকান্ড, তার এবং তার পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে ফেসবুক লাইভে বিস্তারিত সবকিছু তুলে ধরেন। তার এমন কর্মকাণ্ডে মাদ্রাসা শিক্ষকরা এবং কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের অভিযোগে একটি আইসিটি মামলা দায়ের করেন।

রাশেদুল ইসলাম আরো বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সত্যকে আড়াল করা যাবেনা। তার ভাইকে যারা বলাৎকার করেছে তাদের মুখোশ অবশ্যই একদিন উন্মোচন হবেই হবে। তিনি দেশের সচেতন মহলকে কওমী মাদ্রাসার অনৈতিকতা সম্পর্কে আরো বেশি সোচ্চার হবার আহবান জানান। তিনি আশা ব্যক্ত করে বলেন দেশের চলমান আইন অনুযায়ী তিনি সঠিক বিচার পাবেন এবং আদালত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।

মামলা দায়ের করা সম্পর্কে কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার ভাইস প্রিন্সিপালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ রয়েছে।

দেশের চলমান অবস্থায় সকল নাগরিকের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। এ অবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের অগ্রগামী ভূমিকা সবার প্রত্যাশিত। প্রসঙ্গত বিষয়ে সুষ্ঠু সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আশু সমাধানের পথে হাটবে এটাই সবার প্রত্যাশা

এদিকে রাকিবুল মৃত্যুবরণ করার পর গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর এই নিয়ে পুরো কুমিল্লা জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। রাকিবুলের বাবা বলেন যারা তার নিষ্পাপ শিশু ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। পাশাপাশি ওই মাদ্রাসা যেন বন্ধ করে দেয়া হয় তারও দাবি জানান তিনি।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে পুলিশ অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

রাকিবুলের অকাল মৃত্যুতে যেমনি সচেতন মহলে শোকের ছায়া বইছে তেমনি তার পরিবারেও চলছে শোকের মাতম। এমন নিষ্পাপ শিশুর এভাবে দুনিয়া থেকে বিদায় নেবে এটা কেউ মেনে নিতে পারছেনা। এ ব্যাপারে সকল সচেতন মহল এবং শিশু রাকিবুলের পরিবার সুষ্ঠু বিচারের আহবান জানান। রাকিবুলের বাবা কান্নামাখা কন্ঠে বলেন, তারা শীঘ্রই এ ন্যক্কারজনক ঘটনার বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জালিয়াতি করে আনা মশা মারার ওষুধ ‘কার্যকর’
ফুলপরীকে নির্যাতন: ইবির সেই ৫ ছাত্রীকে আজীবন বহিষ্কার
জাতীয় নির্বাচনের তফসিল নভেম্বরে, প্রার্থীদের আবেদন অ্যাপসে
সিলেট বিভাগের ১৯ আসনে মনোনয়নপ্রত্যাশী যারা
কী ঘটেছিল সিলেটের আখালিয়ায়?
কোমর পানির নিচে চট্টগ্রাম

আরও খবর

Design & Developed by  paprhihost