এম এ খানের মেয়ে জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। সাইনবোর্ড সরিয়ে ফেলা পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর জেলা বিএনপি বিবৃতি দিয়ে সেতুর নামকরণ বহালের দাবি জানিয়েছিল।
Spread the love
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় সুরমা নদীর ওপরে সেতুতে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। এ সাইনবোর্ডে এখন সেতুর পুরো নাম, অর্থাৎ ‘এম এ খান সেতু’ লেখা হয়েছে। সম্প্রতি সেতুর সাইনবোর্ড থেকে এম এ খান অংশটি উধাও হয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের সেতু বিভাগ থেকে নতুন সাইনবোর্ডটি স্থাপন করা হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সেতু এলাকায় কিছু সংস্কারকাজ করা হয়। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, পশ্চিম দিকের সাইনবোর্ডটি নষ্ট হয়ে পড়ে গিয়েছিল। এ জন্য নতুন সাইনবোর্ড বসানো হয়েছে।
সওজ সূত্র ও স্থানীয় লোকজন বলেন, সম্প্রতি সিলেট থেকে সেতুটিতে ওঠার মুখে সাইনবোর্ডের এম এ খান শব্দটি কে বা কারা ফেলে দেয়। শুধু সেতু লেখা সাইনবোর্ডের একটি অংশ ঝুলছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা ঝড় ওঠে এবং দৈনিক পত্রিকাগুলো শিরোনামে আসে।