নেপালের এভারেস্ট প্রিমিয়ার টি২০ ক্রিকেট লিগে অভিষেক হলো বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আসন্ন টি২০ বিশ্বকাপে খেলবেন না। তবে নিজেকে ফিট রাখতে তিনি নেপালে খেলতে গেছেন।
বাজাজ পুলসার এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিম খেলছেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আজ নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয় পোখারা রাইনোসের। তামিমের দলে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ধাম্মিকা প্রসাদ।
যদিও প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তামিম। রাইনোস ১০.১ ওভারে ৭ উইকেটে ৬৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা আর শুরু না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়।
আজ লিগের অন্য ম্যাচে বিরাটনগর ওয়ারিয়র্সকে (১৫১/৯) দুই উইকেটে হারিয়েছে চিতওয়ান টাইগার্স (১৫৫/৮)।
এই লিগে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন।