Spread the love
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।
গত কয়েকদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রবিবার তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিত ও করোনায় আক্রান্ত হয়েছেন। এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শমতে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এ পর্যন্ত মোটামোটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতার জন্য সিলেটসহ দেশ বিদেশের সকলের কাছে দুআ কামনা করেছেন।