মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে ব্রিফিং শেষে এনইসি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।
“ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।“
পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।“
তার সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ , এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাহবুবুর রহমান বলেন, “ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
এনএসপিসি/বিএম-১০০৬