Header Border

ঢাকা, শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

গৃহবন্দি সোনমকে ঘর মোছার পরামর্শ

Spread the love

‘আর কতদিন লকডাউন চলবে! লকডাউনের মধ্যে বাড়িতে বসে কী করব, বুঝতে পারছি না।’ সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এমনই মন্তব্য করেন বলিউডের আইকনিস্ট অভিনেত্রী সোনম কাপুর। নায়িকার সেই মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন তাকে কটাক্ষ করে নানা পরামর্শও দিয়েছেন।

কেউ বলতে শুরু করেন, ‘কাজ না থাকলে অভিনয়টা বন্ধ করে দিন। কেউ পরামর্শ দেন, ‘কিছু করার না থাকলে ঘর মুছুন। কেউ আবার মন্তব্য করেন, ‘আপনার কাছে তো অনেক টাকা রয়েছে, গরীবদের সেখান থেকে সাহায্য করুন। যদিও সমালোচনার মুখে পড়েও পাল্টা কোনো মন্তব্য করেননি সোনম।

ভারতে লকডাউন ঘোষণার আগে লন্ডন থেকে ফেরেন সোনম কাপুর। বর্তমানে তিনি স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লির বাড়িতে রয়েছেন। সেখান থেকেই সম্প্রতি একের পর এক ছবি শেয়ার করেন সোনম ও আনন্দ। সেই ছবিগুলো দেখে নেটিজেনরা মজা পেলেও নায়িকার ওই মন্তব্য তাদের খুশি করতে পারেনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মঞ্চে আসছে নতুন নাটক- বনফুরলের ফুল
ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন কাজী হায়াৎ
রাতে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান
শুধু ব্যবসা চিন্তায় শিল্প-সাহিত্য হয় না
করোনায় ঈদে হানিফ সংকেতের অন্যরকম ‘ইত্যাদি’
দুই শতাধিক দেশে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘গুলাবো সিতাবো’

আরও খবর

Design & Developed by  paprhihost