Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

পশ্চিমবঙ্গে ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Spread the love

পাপড়ি ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ সময়ে বন্ধ থাকবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্যও এ সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ যেমন উপাচার্য, রেজিস্ট্রার, অর্থ/পরীক্ষা বিভাগ, ইনস্টিটিউট প্রধানের দফতর খোলা রাখা যাবে। তবে সেজন্য উপযুক্ত সুরক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোও ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিদেশি শিক্ষার্থী যারা দূরত্বের কারণে বা অন্য কোনও কারণে ক্যাম্পাস ছেড়ে যেতে পারছে না তাদের জন্যে মেডিক্যাল প্রটোকল অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে আপাতত ৩ মে পর্যন্ত করার ঘোষণা করেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে থেকে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পাপড়ি/কেএ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফুলপরীকে নির্যাতন: ইবির সেই ৫ ছাত্রীকে আজীবন বহিষ্কার
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ওডেসা, কিয়েভে রাশিয়ার হামলা
হিরো আলম ইস্যুতে যা বললো যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ
ছয় বউকে নিয়ে একসঙ্গে ঘুমাতে কোটি টাকার খাট বানালেন স্বামী

আরও খবর

Design & Developed by  paprhihost